প্রকাশিত: Mon, Jul 17, 2023 10:23 AM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

[১]যমুনার পানি কমলেও এখনো জলমগ্ন দিল্লির ৬ জেলা, ঘুরে দেখলেন কেজরিওয়াল

ইমরুল শাহেদ: [২] গত এক সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত। রাজধানী দিল্লির ৬টি জেলাও চলে গেছে পানির নিচে। যমুনার পানি উঠে এসেছে রাস্তায়, ভাসিয়ে দিয়েছে লালকেল্লার সামনের রাস্তা, সুপ্রিম কোর্ট চত্বর। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃষ্টি একটু কমতেই রোববার যমুনার পানিরস্তর সামান্য নেমেছে। যদিও এখনও তা বিপদসীমার উপরেই রয়েছে। সূত্র: দি ওয়াল

[৩] ইতোমধ্যেই একাধিক জায়গায় ত্রাণ শিবির খুলেছে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আপ সরকার। নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ২৫ হাজার মানুষকে। রোববার মোরি গেট এলাকায় ত্রাণ শিবির পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, অনেক জায়গা থেকেই জল নেমে গেছে। আশা করা হচ্ছে বাকি জায়গা থেকেও খুব শিগগিরই জল নেমে যাবে।

[৪] সূত্রের খবর, যমুনার পানির উচ্চতা রোববার সকাল ১১টা পর্যন্ত ছিল ২০৫.৯ মিটার, যা গত কয়েকদিনের তুলনায় সামান্য কম। রাত ৯টায় তা আরও খানিকটা কমে পৌঁছে যেতে পারে ২০৫.৪৭ মিটারে।

[৫] কেজরিওয়াল জানিয়েছেন, প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য জায়গায় জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে। অনেকেই আধার কার্ড সহ একাধিক জরুরী তথ্য হারিয়ে ফেলেছেন। এই সমস্ত মানুষদের জন্য পরে একটি আলাদা ক্যাম্প খোলা হবে। যেসব শিশুদের বই এবং স্কুলের পোশাক ভেসে গেছে, তাদের তা সরবরাহ করবে সরকার। এছাড়া যে সব মানুষ বন্যায় সর্বস্ব খুইয়েছেন, তাদের অতিরিক্ত কিছু ত্রাণ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

[৬] রোববার লালকেল্লা সংলগ্ন কাশ্মীরি গেট এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন দিল্লির মেয়র শেলী ওবেরয়। তিনি জানিয়েছেন, যারা বন্যার কারণে আধার কার্ড সহ-সচিত্র পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন তাদের খুব শিগগিরই সেসব নতুন করে বানিয়ে দেওয়া হবে। সম্পাদনা: তারিক আল বান্না